ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের বাড়িতে ভূরিভোজ সারলেন আফগান ক্রিকেটাররা। তাঁরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। ইতিমধ্যেই যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোমবার আফগান ক্রিকেটারদের নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে আমন্ত্রণ করেছিলেন ইরফান পাঠান। এদিন উপস্থিত ছিলেন, রশিদ খান, নবীন উল-হক, হাসমাতুল্লা শাহিদি, আজমাতুল্লা ওমরজাইয়ের মতো ক্রিকেটাররা।
আরও পড়ুন - বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে ? সাত দিন আগে থেকেই শুরু জল্পনা
এছাড়াও এই পার্টিতে পৌঁছেছিলেন, ইরফান পাঠানের দাদা ইউসুফ পাঠান, হরভজন সিং, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ইমরান তাহির, গায়ক আদনান স্বামী। বলিউডের তেমন কেউ উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সুনীল শেট্টি।