২০২৪ T20 বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিল আইসিসি। ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ শহরে বসবে বিশ্বকাপের আসর। এবার ৭টি ভেন্যু ঠিক করে ফেলল আইসিসি।
আইসিসি শুক্রবার ৭টি ভেন্যুর কথা জানিয়েছে। অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস, ডোমিনিকা, গুয়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনেডাইনস ও ত্রিনিদাদ ও টোবাগো। মার্কিন যুক্তরাষ্ট্রের তিন মাঠ দালাস, ফ্লোরিডা, নিউ ইয়র্কে খেলা হবে।
ওয়েস্ট ইন্ডিজে এই নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজে T20 বিশ্বকাপের আসর বসতে চলেছে। ২০টি দল এই বিশ্বকাপে অংশ নেবে।