আর মাত্র ২ মাস বাকি। শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ইডেন গার্ডেন্স পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল। শনিবারই এই প্রতিনিধি দল ইডেনে আসতে পারেন। ইতিমধ্যেই ধর্মশালা স্টেডিয়ামের পরিকাঠামো খতিয়ে দেখেছে আইসিসি।
এবার বিশ্বকাপে ৫টি ম্যাচ পেয়েছে কলকাতা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচও হবে এই ইডেনেই। সঙ্গে একটি সেমিফাইনালও আয়োজন করবে কলকাতা। তাই ইডেনের বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখবেন আইসিসি প্রতিনিধিরা। কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। বাংলাদেশ নামবে ইডেনে। ৫ নভেম্বর ইডেনে নামবেন বিরাট-রোহিতরা।
আইসিসি ও বিসিসিআইয়ের একটি যৌথ দল বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ভারতের সব স্টেডিয়াম পরিদর্শন করছেন। মাঠ, ড্রেসিংরুম, স্টেডিয়ামের পরিকাঠামো খতিয়ে দেখছেন তাঁরা। বিশ্বকাপের কথা মাথায় রেখে স্টেডিয়ামের পরিকাঠামো উন্নত করেছে বিসিসিআই। সিএবিও বিশ্বকাপের প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে আশাবাদী। এবার আইপিএলে সেরা মাঠের পুরস্কার পেয়েছে ইডেন। বিশ্বকাপেও সেরা পরিষেবা দিতে তৈরি সিএবি।