বৃহস্পতিবার রাজকোটে অভিষেক হয় সরফরাজ খানের। দীর্ঘ প্রতীক্ষার পর টেস্ট ক্রিকেটে অভিষেক। ছেলের এই অনন্য মুহূর্তে উপস্থিত ছিলেন বাবা নৌশাদ খান। এই মুহূর্তের পিছনে অবদান আছে সূর্যকুমার যাদব।
সরফরাজ খানের ভাই মুশির খান সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে ফিরেছেন। এতদিন পর সরফরাজ খানের টেস্ট অভিষেক। মুম্বই দলে সূর্যকুমার যাদবের সতীর্থ সরফরাজ খান।
রাজকোটে তৃতীয় টেস্টে অভিষেক হতে পারে, সেকথা বাবাকে আগেই জানিয়েছিলেন সরফরাজ। তবে প্রাথমিকভাবে ঠিক ছিল, মুম্বইতেই থেকে যাবেন তাঁর বাবা নৌশাদ। কথা ছিল, ছোট ছেলেকে প্রস্তুত করবেন। কিন্তু সূর্যকুমার যাদব নৌশাদ খানকে ভিডিয়ো বার্তা পাঠান। জানান, এমন মুহূর্তে না উপস্থিত থাকলে, আক্ষেপ থেকে যাবে তাঁর। এরপরই সিদ্ধান্ত বদল করে রাজকোট আসেন সরফরাজের বাবা নৌশাদ।