বিশ্বকাপ হারের আরমোড়া ভেঙে বৃহস্পতিবার থেকে ফের সাদা বলের ক্রিকেটে ফিরেছে টিম ইন্ডিয়া। এই আবহে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে কী আর সাদা বলের ক্রিকেটে পাওয়া যাবে ? আমেদাবাদে বিশ্বকাপ পরবর্তী ফাইনালের পর থেকে, হঠাৎ করে মুম্বইয়ের ক্রিকেট সেন্টারে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
সূত্রের খবর, বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের পর্যালোচনা করতে এই সপ্তাহেই বৈঠকে বসতে পারেন বোর্ডের কর্তারা। তাতে নাকি উঠতে পারে, একদিনের ক্রিকেটে রোহিতের নেতৃত্ব প্রসঙ্গ। এখনও পর্যন্ত যা তাতে একটা ফাইনাল ছাড়া, টুর্নামেন্টে বাকি ১০টি ম্যাচে অনবদ্য ভারতীয়দের পারফরম্যান্স।
নেতা হিসাবেও মন জিতেছেন রোহিত। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপরেই পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশ-বিদেশ মিলিয়ে আগামী ছ মাসে অনেক ক্রিকেট খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তার আগে কী রোহিতের অধিনায়ক ভাগ্যের উপর হাত দিতে চাইবেন বোর্ড কর্তারা ? এই প্রশ্নের এখন উত্তর খুঁজছে মুম্বইয়ের ক্রিকেট সেন্টার।