কেমন হয় ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা ? যাঁরা মাঠে থাকেন তাঁরা কী ভাবে অনুভব করেন এই ম্যাচকে ? তেমন-ই এক যোদ্ধা ভারত-পাকিস্তান ম্যাচে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। তিনি আর কেউ নন, তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের কোনও টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের আগে এশিয়া কাপেই দেখা হয়ে যাবে এই দুই দেশের। দোসরা সেপ্টেম্বর শ্রীলঙ্কা ক্যান্ডিতে মাঠে নামবে দুই প্রতিপক্ষ। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে একই টুর্নামেন্টে চারবার আমনে সামনে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও খবর : হাউজফুল ! আয়ারল্যান্ডের মাঠে সবার নজর ক্যাপ্টেন বুমরার দিকে
বিরাট বলছেন, এই ম্যাচের আওয়াজই অন্যরকম। এই ম্যাচের গর্জন ছাপিয়ে যায় সমুদ্রের আওয়াজকে। মূলত দু দেশের সমর্থকরা এই ম্যাচকে কেন্দ্র করে মাঠ ও মাঠের বাইরে অন্য আবহাওয়া তৈরি করে দেন। যে আবহাওয়াকেই কাজে লাগাতে চায় দু দেশের অধিনায়ক।
তেমনই আবহাওয়া তৈরি হবে শ্রীলঙ্কার ক্যান্ডির মাঠে। আর মাত্র ১৬ দিন বাকি এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচের। তার আগে ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, গত ২৩ অক্টোবরের মেলবোর্ন এখন তাঁর হৃদয় জুড়ে আছে। আগামী দিনেও থাকবে।