ইতিহাস গড়ল বাংলাদেশের ক্রিকেট দল। বিশ্বসেরা টেস্ট দল নিউজিল্যান্ডকে (New Zeelabs) তাদের ঘরের মাঠে হারিয়ে দিলেন টাইগাররা। সিরিজে এগিয়ে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের চিরকালীন গৌরবগাথায় জায়গা করে নিলেন এগারোজন বাঙালি।
মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউয়িরা।
আরও পড়ুন: Ranji Trophy: ঘরোয়া ক্রিকেটে করোনার থাবা, রঞ্জি ট্রফি স্থগিত করল বোর্ড
এই জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ফলে সিরিজ হারার আশঙ্কা নেই তাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপেও এল প্রথম পয়েন্ট।
চতুর্থ দিন শেষেই জয়ের গন্ধ পাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। লিড ছিল মাত্র ১৭ রানের।
কিউয়িদের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৬৯ রানে। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৪০ রান। ২ উইকেট হারিয়েই তা তুলে নেন টাইগাররা।