শুরুতেই বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তান ম্যাচ (India-Pakistan Match Rain)। টসে জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। প্রথম চার ওভার নির্বিঘ্নেই খেলা হয়। এরপরই ক্যান্ডিতে ভারী বৃষ্টি নামে। বৃষ্টির আশঙ্কা আগেই ছিল।
শনিবার পূর্বাভাস বলেছিল, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ। প্রথম ইনিংসে বৃষ্টি হলে খেলা শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। গ্রাউন্ড স্টাফরা কত তাড়াতাড়ি মাঠ থেকে জল বের করে খেলা শুরু করতে পারবেন, তার উপর নির্ভর করছে। টানা বৃষ্টি চললে মাঠে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি।
আরও পড়ুন: এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট ভারতের, দুই স্পিনার অস্ত্র রোহিতের
শনিবার এই ম্যাচ না হলে কোনও রিজার্ভ দিন রাখা হয়নি। প্রথম ইনিংস খেলা না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। এই ম্যাচ বাতিল হলে সুপার ফোরে যাওয়ার জন্য নেপালের ম্যাচ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। নেপাল ম্যাচে জিততেই হবে রোহিতদের।