প্রয়াত নন, দিব্যি বেঁচে আছেন জিম্বাবোয়ের প্রবাদপ্রতীম ক্রিকেটার হিথ স্ট্রিক। যদিও বুধবার সকালে সংবাদমাধ্যমে প্রচার হয় ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই খবর প্রকাশের প্রায় চার ঘণ্টা পর একটি টুইট করেন প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলোনগা। সেখানে তিনি লেখেন, বেঁচে রয়েছেন ওই প্রাক্তন ক্রিকেটার। এবং স্বয়ং হিথ স্ট্রিক তাঁকে মেসেজ করে এবিষয়ে জানিয়েছেন। এর সঙ্গে হোয়াটসঅ্য়াপ চ্যাটের একটি স্ক্রিনশটও দেন হেনরি।
তবে দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারে ভুগছেন এই ক্রিকেটার। একই সঙ্গে লিভারের একাধিক সমস্যায় আক্রান্ত। জুলাই মাসেই সেকথা জানা গিয়েছিল। এরপর বুধের সকালে জানা গিয়েছিল ৪৯ বছর বয়সে মৃত্যু হয়েছে হিথ স্ট্রিকের। কিন্তু যদিও তার কিছু পর পুরো বিষয়টিই ভুল বলে জানা গিয়েছে।