তাঁর মাঠে ফেরার লড়াই শুরু। গাড়ি দুর্ঘটনার ১৭ দিন পর অবশেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। সোমবার পর পর দুটি টুইট করে এই বার্তা দিলেন তিনি। ওই টুইটে মাঠে ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। ধন্যবাদ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং চিকিৎসকদের। গত ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় জখম হন ঋষভ। প্রথম টুইটে পন্থের দাবি, ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার জন্য তিনি তৈরি। তাঁর পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, সচিব জয় শাহ এবং সরকারি আধিকারিকদের অনেক ধন্যবাদ। আর একটি টুইটে তাঁর দাবি, সবাই তাঁকে মাঠে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।
যদিও ঘরের মাঠে বিশ্বকাপ খেলা হচ্ছে না ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের। কারণ, চিকিৎসকদের দাবি, আগামী বছরের আগে আর মাঠে ফেরা হবে না ভারতীয় উইকেট কিপারের। দিন কয়েকের মধ্যে ঋষভের আরও একটি অস্ত্রোপচার হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ঋষভের চিকিৎসক দীনেশ পরদিওয়াল। প্রথমে ডান পায়ের হাঁটু ও তার পরে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছিল পন্থের।
মুম্বইয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ঋষভ। যদি তাঁর তৃতীয় অস্ত্রোপচার হয়, তাহলে একাধিক সিরিজে তাঁকে পাবে না ভারতীয় ক্রিকেট। এই সিরিজের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ঘরের মাঠে বিশ্বকাপ এবং এশিয়া কাপ। ইতিমধ্যেই তাঁর আইপিএল খেলা হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছেন দিল্লির অন্যতম কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়।
চিকিৎসক দীনেশ পরদিওয়ালের দাবি, সুস্থ হলে মাঠে ফিরতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে পন্থের। তাই মনে করা হচ্ছে, আগামী বছরের আগে মাঠে ফিরতে পারবেন না ঋষভ।