দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্ব নিয়ে প্রশংসা করলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। জোহানেসবার্গে নামার আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়াও (Team India)।
গত ২০ দিন ধরে টিমের সঙ্গে মিশেছেন অধিনায়ক বিরাট। দ্রাবিড় জানান, অন্য সব কিছু বাদ দিয়ে বিরাটের সংযোগস্থাপনের ক্ষমতা অসাধারণ। দ্রাবিড় বলেন, "দারুণ নেতা বিরাট। অধিনায়ক হিসেবেও খুব ভালো। টিমের মধ্যে ভালো জায়গা তৈরি করছে বিরাট।"
আরও পড়ুন: সোমবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট, সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সামনে টিম ইন্ডিয়া
ভালো নেতৃত্ব দিলেও ব্যাটে রান নেই বিরাটের। ভারতের কোচ জানান, বিরাট খুব তাড়াতাড়ি রানের খরা থেকে বেরোবেন। তাঁর ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি (71th International Century) সময়ের অপেক্ষা। দ্রাবিড়ের মতে, "মনে হয়, তাড়াতাড়ি রান পাবেন বিরাট। যেভাবে প্রস্তুতি নিচ্ছেন, ব্যাটে বড় রান আসবেই।"