রোহিতকে তিনি যেমন নেতা হওয়ার জন্য জোর করেছিলেন, তেমন-ই নেতৃত্ব থেকে বিরাটকে সরতে তিনি কোনও চাপ দেননি। ফের একথা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় দু বছর পরেও ভারতীয় ক্রিকেট মাঝে মধ্যেই ঘুরে আসে বিরাটের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গ। সেই প্রসঙ্গে ফের মুখ খুললেন মহারাজ।
এক অনুষ্ঠানে সৌরভ জানিয়েছেন, তিনি আবার বলছেন বিরাটের নেতত্ব ছাড়ার পিছনে তাঁর কোনও ভূমিকা ছিল না। ২০২১ থেকেই ধাপে ধাপে ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব হারিয়েছিলেন কোহলি। ২০২২ সালে টেস্ট ক্রিকেট থেকেও তিনি সরে দাঁড়িয়েছিলেন। মুখে না বললেও, সেইসময় তৎকালীন বোর্ড প্রেসিডেন্টের দিকেই ইঙ্গিত করেছিলেন প্রাক্তন অধিনায়ক।
এই ইস্যুতেই বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সৌরভকে। বোর্ডের মসনদ ছেড়ে আসার পরেও সেই একইপ্রশ্নের মুখে ফের তাঁকে পড়তে হল। তাতে সৌরভ জানিয়েছেন, তিন ফরম্যাটের জন্য রোহিত অধিনায়ক হিসাবে তখনও তৈরি ছিল না। তিনিই জোর করেছিলেন রোহিতকে এই দায়িত্ব নেওয়ার জন্য। কারণ, তাঁকে ভারতীয় ক্রিকেটের মসনদে বসানো হয়েছিল, ক্রিকেটের উন্নতির জন্য।