জিম্বাবোয়ে সফরে হঠাৎ পরিবর্তন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঝড়ে আটকে থাকা তিন ক্রিকেটারের পরিবর্তের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সফরে প্রথম দুটি ম্যাচের জন্য যে তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বোর্ড, সেই তালিকায় রয়েছেন কলকাতার হয়ে সদ্য আইপিএল জেতা হর্ষিত রানা। তালিকায় রয়েছেন সাই সুর্দশন এবং জীতেশ শর্মা। ৬ জুলাই থেকে হারারেতে শুরু হবে ভারত বনাম জিম্বাবোয়ের টি-টোয়েন্টি সিরিজ।
হ্যারিকেন বেরিলের জেরে বার্বেডোজে আটকে ভারতীয় দল। এই দল থেকেই জিম্বাবোয়ে সফরে যাওয়ার কথা তিন বিশ্বজয়ী যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবের। কিন্তু পরিস্থিতি যা, তাতে দেশে ফিরে তাঁদের ফের জিম্বাবোয়ে যেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
এই সফরে খেলার কথা রিঙ্কু সিংয়েরও। তিনিও আটকে রয়েছেন ভারতীয় দলের সঙ্গে। শেষ যা খবর তাতে বার্বেডোজ সময়ে সন্ধ্যায় ভারতের আসার বিমান ধরবেন রোহিত শর্মারা। সব কিছু ঠিক থাকলে বুধবার রাতে ভারতে ফিরবেন তাঁরা।