বাংলাদেশের বিরুদ্ধে খেলা চলাকালীন স্ট্যাম্প ভাঙার জন্য আরও শাস্তি পেলেন হরমনপ্রীত কৌর। ICC-র তরফে জানানো হয়েছে, আগামী দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে খেলা হবে না ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের।
Read More- ম্যাচ টাই, সিরিজ ড্র,বাংলাদেশের বিরুদ্ধে স্ট্যাম্প ভাঙার অভিযোগ হরমনপ্রীতের বিরুদ্ধে
এর আগেও স্ট্যাম্প ভাঙা এবং আম্প্যায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশের জন্য আরও শাস্তি ঘোষণা করা হয়েছিল। হরমনপ্রীতের পার্ফমেন্সে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল ICC। তার সঙ্গে ম্যাচ ফি-র ৫০ শতাংশও কেটে নেওয়া হয়েছিল।
শনিবার বাংলাদেশের সঙ্গে ভারতীয় মহিলা দলের ম্যাচ চিল। সেসময় ৩৪ ওভারের মাথায় আউট হন হরমনপ্রীত কৌর। বোলার LBW-র আবেদন করলে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপরেই ক্ষোভে স্ট্যাম্প ভেঙে দেন হরমনপ্রীত।