জ্বর নিয়ে মাঠে নেমেছিলেন। খেলতে পারবেন কিনা, তাই অনিশ্চিত ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা টি২০ বিশ্বকাপে নিজের জাত চিনিয়ে দিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি।
এদিন ১৭৪ রান তাড়া করতে নেমে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। শুরুতেই ফিরে যান শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধা। রান আউট হন ইয়াস্তিকা ভাটিয়া।
আরও পড়ুন: মাত্র ৫ রানে হার, কাজে লাগল না হরমনপ্রীতের লড়াই, T20 বিশ্বকাপে বিদায় ভারতের
জেমাইমা রড্রিগেজ়কে নিয়ে খেলা ধরেন হরমনপ্রীত। ৪১ বলে ৬৯ রানের পার্টনারশিপ করেন তাঁরা। ৪৩ রানে আউট হয়ে ফেরেন রড্রিগেজ়। একই ওভারে দুটি বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন হরমনপ্রীত। এরপরই রিচার সঙ্গে ভুল বোঝাবুঝি। রান আউট হয়ে ৫২ রানে ফেরেন ভারত অধিনায়ক।