বিতর্কিত আচরণ করায় শাস্তি পেতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। রবিবার তাঁর শাস্তি ঘোষণা করেছে ICC। তাঁর ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। এছাড়াও আগামী ২৪ মাস ICC-র নজরদারিতে থাকতে হবে তাঁকে।
শনিবার বাংলাদেশের সঙ্গে ভারতীয় মহিলা দলের ম্যাচ চিল। সেসময় ৩৪ ওভারের মাথায় আউট হন হরমনপ্রীত কৌর। বোলার LBW-র আবেদন করলে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপরেই ক্ষোভে স্ট্যাম্প ভেঙে দেন হরমনপ্রীত।
Read More- ম্যাচ টাই, সিরিজ ড্র,বাংলাদেশের বিরুদ্ধে স্ট্যাম্প ভাঙার অভিযোগ হরমনপ্রীতের বিরুদ্ধে
শুধু তাই নয়, জানা গিয়েছে সাজঘরে ফেরার পর অ্য়াম্পায়ের উদ্দেশে বেশ কিছু কথাও বলেন বলে সূত্রের খবর। এই ঘটনার পরেই মনে করা হচ্ছিল শাস্তির মুখে পড়তে হতে পারে হরমনপ্রীতকে। সেইমতো রবিবারই শাস্তি ঘোষণা করা হল।