মেলবোর্নের পর এবার সিডনি। বিশ্বকাপে বৃষ্টি পিছু ছাড়তে না ভারতের। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টির পূর্বাভাস থাকলে, গোটা ম্য়াচে এক ফোঁটাও জল পড়েনি। কিন্তু স্থানীয় হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার ম্য়াচের মধ্য়ে ৪০ শতাংশ বৃষ্টির সম্ভবনা থাকছে। ফলে যদি বৃষ্টি হয়, তা-হলে চাপ বাড়বে ভারতের উপরেই। এই ম্য়াচ থেকে তিন পয়েন্ট চান রোহিত শর্মা। গত পাকিস্তান ম্য়াচে দুরন্ত জয়ের পরেও রান রেটে বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত। তাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার। যদি এই ম্য়াচ বৃষ্টিতে পণ্ড হয়, তাহলে দু দলই এক পয়েন্ট করে পাবে। আর সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হতে পারে টিম ইন্ডিয়ার কাছে।
সিডনিতে এসেই বিতর্কের মুখে ভারতীয় দল। ইতিমধ্যেই বোর্ডের কড়া চিঠির জবাবে আইসিসি জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা মাথায় রাখা হবে। এরমধ্য়েই নেদারল্যান্ডস ম্য়াচে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ার দাবি ওড়াল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। পাকিস্তান ম্য়াচের পর অনেকেই দাবি জানিয়েছিলেন হার্দিককে নেদারল্যান্ডস ম্য়াচে বিশ্রাম দেওয়া হোক। তাহলে পরের বড় ম্য়াচগুলিতে ভারতীয় এই অলরাউন্ডারকে আরও ভাল ভাবে কাজে লাগানো যাবে।
ম্য়াচের আগের দিন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামরে জানিয়েছেন, কাউকেই বিশ্রাম দেওয়া হচ্ছে না। হার্দিক একদম ফিট আছেন। তাই বিশ্রামের প্রশ্নই নেই। হার্দিক এই ম্য়াচ নিজে খেলতে চেয়েছেন বলেও জানিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ। মামরের দাবি, বৃষ্টি নিয়ে ভাবছে না ভারত। বরং টার্গেট নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে রান রেট বাড়িয়ে রাখা। কারণ, অস্ট্রেলিয়ায় এখন যা আবহাওয়া, তাতে যে কোনও ম্য়াচই ভণ্ডুল হতে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবার সিডনিতে ভারতের টার্গেট পুরো তিন পয়েন্ট।