IPL 2022 Hardik Pandiya : ইতিহাসে গুজরাত, আইপিএল থেকে প্রাপ্য নেতা হার্দিক

Updated : May 30, 2022 07:44
|
Editorji News Desk

বলা হয় আইপিএল (Ipl2022) ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) নতুন ক্রিকেটার দেয়। অতীত দেখলে সেটাই স্পষ্ট হয়। কারণ এটাই এই খেলার দস্তুর। কিন্তু আইপিএল ভারতীয় ক্রিকেটকে অধিনায়কও দেয় ? ২০২২ সালে সদ্য শেষ হওয়া আইপিএল অবশ্য সেটাই বলছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya)। যাঁর হাতে মোতেরায় (Motera) তৈরি হল নতুন গুজরাত। সর্দার বল্লভভাই প্য়াটেলের (Sarder Ballavbhai Patel) শহর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে স্টেডিয়ামে। বক্সে বসে খেলা দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। এই এতো গুজরাতির মধ্যেও এক মারাঠা হার্দিকের হাতেই রবিবাসরীয় রাতে মোতেরায় তৈরি হল এক নতুন গুজরাতের। এই আইপিএলের শুরু থেকেই আগাগোড়া যাঁকে নিয়ে অনেক কথা হয়েছে। সেই হার্দিক ইতিহাসে নাম তুলে আপাতত সব কথা বার্তা বন্ধ করে দিলেন। গুজরাতই প্রথম দল আইপিএলে দেখিয়ে দিল ২০ ওভারের ক্রিকেটটাও টিম হিসাবে খেলা যায়। চ্যাম্পিয়ন হতে গেলে কোনও ব্য়ক্তি নয়, টিমই প্রয়োজন পরে।

মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ছাত্র তিনি। ইডেন (Eden) জয়ের পরে বলেছিলেন হার্দিক। কারণ গুরু মাহির থেকে তাঁর অধিনায়কত্বের যাবতীয় পাঠ। নিঃসন্দেহে। কারণ এই মরশুমের আইপিএলে পরতে পরতে তা দেখে মনে হয়েছে। বলা ভাল এই আইপিএল হার্দিককে অনেক পরিণত করেছে। বিতর্কিত মন্তব্য, লাগাতার চোট - এসবের মধ্যেই ক্রিকেট শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে বসেছিল তাঁর কেরিয়ার। সেখান থেকে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) নিয়ে ঘুরে দাঁড়ানো। শুভমন গিল (Shubman Gill), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), রাহুল টেওটিয়া (Rahul Twetotia), ডেভিড মিলার (David Miller), রশিদ খানদের (Rashid Khan) মতো হীরের জহুরি হার্দিক পান্ডিয়া। তাই গ্য়ারি কার্স্টেনের মতো কোচও গোটা আইপিএলে ছিলেন ফুরফুরে মেজাজে। ১৪ ম্যাচের মধ্য়ে ১০টি ম্যাচে জিতে অভিষেক আইপিএলে নকআউটে উঠেছিল গুজরাত। যার সোনার ফসল রবিবাসরীয় মোতেরা।

আরও পড়ুন : রাজস্থানকে হারিয়ে আইপিএল জয় গুজরাটের, নতুন টিমেই সাফল্য ক্যাপ্টেন হার্দিকের

সুনীল গাভাসকর থেকে কেভিন পিটারসেন, প্রায় সব প্রাক্তন বলতে শুরু করেছেন, ৩৪ বছরের রোহিত শর্মা যদি ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেন, তাতে চিন্তা নেই হার্দিক আছেন। সত্যি এই আইপিএল এক নেতার জন্ম দিয়েছে। হার্দিক পান্ডিয়া। নির্বাসিত এক ক্রিকেটার থেকে আজ মিলিয়ন ডলার বেবির প্রথমবারের জন্য অভিভাবক। যাঁর হাতে ক্রিকেট মাঠে জন্ম নিল নতুন গুজরাতের।

HARDIK PANDIYAipl2022IPL 15Gujaratgt

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও