দেশকে প্রথম নেতৃত্ব দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল টিম। কিন্তু হার্দিকের সিদ্ধান্তে খুশি নন অনেকেই। দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলা উমরান মালিককে (Umran Malik) মাত্র এক ওভার বল করিয়েছেন হার্দিক। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হার্দিক পান্ডিয়া।
কাশ্মীরের পেসার উমরান এবার আইপিএলে নজর কেড়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক ম্যাচ ছিল তাঁর। ছয় নম্বর ওভারে প্রথম আন্তর্জাতিক ম্যাচে বল করতে আসেন উমরান। ১৪ রান দিয়ে আসেন তিনি। এরপর আর উমরানকে বল করতে আনেননি অধিনায়ক হার্দিক। এই নিয়েই হার্দিককে সমালোচনা নেটিজেনদের। টুইটারে হার্দিকের ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা করেন অনেকেই।
আরও পড়ুন: দলবদলের বাজারে রোনাল্ডোকে নিয়ে টানাটানি শুরু
টুইটারে একজন লেখেন, নির্লজ্জের মতো কাজ করেছেন হার্দিক। আরেকজন তার জবাবে লেখেন, প্রথম আন্তর্জাতিক ম্যাচ। হতেই পারে। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে অল্প স্কোরের ম্যাচে কোনও বোলারই সম্পূর্ণ ওভার বল করতে পারেননি। হার্দিক নিজেও ২ ওভার বল করেছেন। কিন্তু ক্রিকেট অনুরাগীদের আশা ছিল, উমরানের আরও কিছু ডেলিভারি দেখা যাবে। সেই আশা পূরণ না হতেই সমালোচনা চলে সোশ্যাল মিডিয়ায়।