আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরি ছোঁয়ারও খুবই কাছে। একদিনের ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি ও টেস্ট ক্রিকেটে তাঁর ২৯টি সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে ভারতের জার্সিতে তাঁর রান এখনও ১০ হাজারের গণ্ডি ছুঁতে পারেনি। এখনও বাকি ১১৫৩ রান। এই রান না করতে পারলে, বিরাটের লজ্জা লাগবে। এমনই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ও সতীর্থ হরভজন সিং।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন বিরাট। সেই সময় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার ছিলেন ভাজ্জি। বিরাটের কেরিয়ারের শুরুর সময়ের কথা জানালেন প্রাক্তন অফস্পিনার। সেই সময় ক্যারিবিয়ান সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেবার ওয়েস্ট ইন্ডিজের বোলার ফিদেল এডওয়ার্ডস বারবার সমস্যায় ফেলছিল বিরাটকে। নিজের খেলায় নিজেই হতাশ হয়েছিলেন। প্রশ্ন তোলেন, তিনি আদৌ খেলার যোগ্য কিনা! ভাজ্জি তখন বিরাটকে জানান, "তুমি যদি টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করতে না পারো, তোমারই লজ্জা লাগবে। এই ক্ষমতা তোমার আছে।"
শুধু তাই নয়, ভাজ্জি বিরাটকে সেই সময় বলেন, "যদি তুমি ১০ হাজার রান না করতে পারো, তা তোমার দোষেই পারবে না।" ১১৩টি টেস্টে বিরাটের রান ৮৮৪৮। গড় ৪৯.১৫। বিশ্বে মাত্র ১৪ জন ব্যাটার টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পার করেছেন। তার মধ্যে ভারতীয় হিসেবে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাসকর।