বুধবার আইপিএলে আরও একটা বদলার ম্যাচ। ফিরতি লিগে ফের মুখোমুখি গুজরাত ও হায়দরাবাদ। গোটা আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচ হেরেছে গুজরাত। আর সেই হায়দরাবাদের বিরুদ্ধে। হার্দিকদের গ্রাস থেকে একাই ম্যাচে নিয়ে চলে গিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর ব্যাটে কার্যত প্রথম লেগে আট উইকেটে জিতেছিল টম মুডি, ব্রায়ান লারা, মুথাইয়া মুরলীধরণ, ডেল স্টেইনকে নিয়ে তৈরি হায়দরাবাদ।
উল্টোদিকে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে হার্দিক পান্ডিয়ার গুজরাত। একটা হায়দরাবাদ ম্যাচ বাদ দিলে বাকি সবকটি ম্যাচেই তাঁরা দেখিয়ে দিয়েছেন নতুন দল হলেও, মেজাজটা কিছু পুরোনো। শেষ ম্যাচ কলকাতাতে আট উইকেটে হারিয়ে নতুন উদ্যোম পেয়েছেন মহম্মদ শামি, লকি ফার্গুসনরা। এরসঙ্গে রশিদ খানের ম্যাজিক তো আছে। আলজারি জোসেফে অন্তর্ভুক্তি হার্দিকের দলকে আর শক্তি জুগিয়েছে।
তবে পিছিয়ে রাখা যাবে না কেন উইলিয়ামসনের হায়দরাবাদকেও। কারণ, শেষ পাঁচ ম্যাচ জিতে গুজরাতের খুব কাছাকাছি চলে এসেছে তারা। তাদের শেষ ম্যাচ বিরাট কোহলি-সহ আরসিবি ৬৮ রানে মুড়িয়ে দিয়েছিল হায়দরবাদ। রাজস্থান ও লখনউয়ের কাছে বড় ব্যবধানে হারলেও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে উইলিয়ামসনের তরুণ হায়দরাবাদ কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে টুর্নামেন্টের দিন যাচ্ছে, ততই হায়দরাবাদের পেস ব্যাটারি মাঠে ঝড় তুলে দিচ্ছে। মূলত কাশ্মীরের উমরান মালিকের হাতে বল পড়লেই বেড়ে যাচ্ছে বলে গতি।
সবমিলিয়ে বদলার ম্যাচে তৈরি দু-দল। কারণ, প্লেঅফ এগিয়ে আসছে। দিনও ঠিক করে দিয়েছে বিসিসিআই। তাই, এবার আত্মতুষ্ঠির আর কোনও জায়গা নেই। একটা ম্যাচের উপর সবকিছু নির্ভর করবে প্রতিটি দলের।