বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই ইডেনে নামল গুজরাত টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
এদিন কেকেআর টিমে বাদ পড়েছেন উমেশ যাদব। তাঁর পরিবর্তে টিমে এসেঠেন হর্ষিত রানা। গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট পান উমেশ। এদিকে বাদ পড়লেন কেকেআরের বিধ্বংসী ওপেনার জেসন রয়। তাঁর পরিবর্তে টিমে এসেছেন গুরবাজ। গুজরাত টাইটান্স টিমে প্রথম একাদশে নেই শুভমান গিল। ঘরের মাঠ ইডেনে খেলতে নামবেন ঋদ্ধিমান ও মহম্মদ শামি।