IPL 2022: শেষ ওভারে জমজমাট লড়াই, টেওটিয়ার পরপর ২টি ছয়, পঞ্জাব কিংসকে হারাল গুজরাট টাইটান্স

Updated : Apr 09, 2022 00:09
|
Editorji News Desk

নাটকীয় শেষ ওভারে শুক্রবার আইপিএলে (IPL 2022) পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারাল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। শেষ ওভারে বাকি ছিল ১৯ রান। প্রথম বলেই রান আউট হন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya)। তৃতীয় বলে বাউন্ডারি আসে ডেভিড মিলারের (David Miller) ব্যাট থেকে। তারপর স্ট্রাইক পান রাহুল টেওটিয়া (Rahul Tewatiya)। পরপর ২ বলে দুটো ছয় মেরে খেলা শেষ করে দেন তিনি। ৬ উইকেটে জেতে হার্দিক পান্ডিয়ার টিম।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৯ রান তোলে পঞ্জাব কিংস। দুরন্ত হাফসেঞ্চুরি করেন লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে ৬৪ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ১৯০ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি গুজরাটের। প্রথম তিন ওভারের মধ্যে ম্যাথিউ ওয়েডকে ফেরান কাগিসো রাবাদা। কিন্তু ততক্ষণে ক্রিজে দাঁড়িয়ে যান শুভমান গিল। ৫৯ বলে ৯৬ রান করেন তিনি। অল্পের জন্য মিস হয় সেঞ্চুরি। শুভমান আউট হওয়ার পর ম্যাচ বেরোবে কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু শেষ ওভারে ডেভিড মিলার ও রাহুল টেওটিয়ার অনবদ্য পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। ৩ বলে ১৩ রান করেন টেওটিয়া। ৪ বলে ৬ রান করেন মিলার।

আরও পড়ুন: মুম্বই এখনও শূন্য, আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে রীতিমতো চিন্তায় টিম ম্যানেজমেন্ট

এদিন পঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ও জনি বেয়ারস্টো ব্যর্থ হলেও লিভিংস্টোনের ইনিংসে বড় রান তোলে পঞ্জাব। গুজরাটের হয়ে তিনটি উইকেট নেন রশিদ খান। আর দুটি উইকেট পান দর্শন নালকান্ডে। এদিন পঞ্জাব কিংসের দুটি উইকেট তুলে নেন কাগিসো রাবাদা। রাহুল চাহার নেন এক উইকেট। 

আইপিএলে এখনও অপরাজিত নতুন দল গুজরাট টাইটান্স। তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে তাঁরা। পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে কেকেআরকে ছুঁয়ে ফেললেন হার্দিক পান্ডিয়ারা। তারপরই আছে আরও একটি নতুন দল লখনউ সুপার জায়ান্টস। 

Gujarat TitansIPL 2022Rahul TewatiaPUNJAB KINGS

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও