জল্পনার অবসান, গুজরাত টাইটান্সেই থেকে গেলেন হার্দিক পান্ডিয়া। পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফেরা হল না হার্দিকের। রবিবারই ছিল আইপিএলের ট্রান্সফার উইন্ডোর প্লেয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। তালিকায় দেখা যায়, গুজরাত টাইটান্স হার্দিককে ধরে রেখেছে। থাকছেন শুভমান গিল, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, মহম্মদ শামিও। গুজরাতেই থাকলেন বাংলার ঋদ্ধিমান সাহাও।
ইয়াশ দয়াল, শ্রীকর ভরত, শিবম মাভি,, দাসুন শনাকার মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে গুজরাত টাইটান্স। গতবার ফাইনালে উঠেও হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছে টিম। তাই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না গুজরাত টাইটান্স।
১৯ ডিসেম্বর, দুবাইয়ের কোকাকোলা এরিনায় এবার আইপিএলের মিনি নিলাম।