কলকাতা নাইট রাইডার্সকে ইডেন গার্ডেন্সে ৭ উইকেটে হারিয়েছে গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এলেন হার্দিক পান্ডিয়ারা।
শনিবার ইডেনে বৃষ্টির জন্য খেলা একটু দেরিতে শুরু হয়। প্রথমে ব্যাট করে ১৭৯ রান তোলে কেকেআর। ১৭ ওভার ৫ বলে সেই রান তুলে নেয় গুজরাত। শুভমান গিল, বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে সহজ জয় পায় গুজরাত।
এদিকে শনিবারের দ্বিতীয় ম্যাচে দিল্লিকে ৯ রানে হারিয়েছে সানরাজার্স হায়দরাবাদ। এই ম্যাচে জয়ের পর ৯ নম্বর থেকে আটে উঠে এল সানরাইজার্স। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলে ২ নম্বরে আছে রাজস্থান। অন্যদিকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস। চারে আছেন ধোনিরা।