শেষ ৫ ওভারে ৪১ রান প্রয়োজন ছিল। ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় গুজরাত টাইটান্সের। ৩৬ বলে ৬৩ রান শুভমান গিলের। আইপিএলের প্রথম ম্যাচে যেন এক বছর আগের ছন্দে গুজরাট টাইটান্স।
এদিন টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ওপেনার রুতুরাজ গাইকোয়াড় অসাধারণ পারফরম্য়ান্স করেন। তাঁর ব্যাটে ৫০ বলে ৯২ রানের ইনিংস আসে। ১৭৮ রান তোলে সিএসকে।
ফিল্ডিং করার সময় ইতিহাস গড়ে চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপান্ডে। অম্বতি রাইডুর পরিবর্তে মাঠে নামেন তিনি। গুজরাতের ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা দুরন্ত পার্টনারশিপ তৈরি করেন। ১৬ বলে ২৫ রান করেন ঋদ্ধি। ৩৬ বলে ৬৩ রান আসে গিলের ব্যাট থেকে। ২১ বলে ২৭ রান করেন বিজয় শঙ্কর। গিল ফেরার পর চেন্নাইয়ের কাছে সুযোগ ছিল। ম্যাচ বের করে নিয়ে যায় গুজরাত। পাঁচ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৮২ রান তুলে নেন তাঁরা।