রবিবাসরীয় লড়াইয়ে আইপিএলের দ্বিতীয় ম্যাচে নামছে পঞ্জাব কিংস। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। মুলানপুরের মাঠে রবিবার গুজরাতকে হারাতে তৈরি স্যাম কুরানরা।
আইপিএলে ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতেছে পঞ্জাব। এদিকে শুভমান গিলের নেতৃত্বে ৭টির মধ্যে মাত্র ৩ ম্যাচ জিততে পেরেছে গুজরাত টাইটান্স। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই দুই দলেরই।
এপ্রিলের শুরুতেই আহমেদাবাদে গুজরাতের বিরুদ্ধে নেমেছিল ধাওয়ান ব্রিগেড। সেই ম্যাচে ২০০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল পঞ্জাব। শেষ ওভারের শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় পঞ্জাব। এবার মুলানপুরে বদলার ম্যাচ গুজরাত টাইটান্সের।