প্রথম দুটো টেস্ট হয়ে গিয়েছে। ভারতের মাটিতে পিছিয়ে পড়ছে অস্ট্রেলিয়া। তারপরেও তিনিও একটি শব্দও খরচ করেননি। ১ মার্চ থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। অবশেষ মুখ খুললেন গুরু গ্রেগ। আর মুখ খুলেই প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে কার্যত গিলে খেলেন তিনি। গ্রেগ চ্যাপেলের দাবি, এ যাবৎ ভারতের মাটিতে অস্ট্রেলিয়া যা করেছে, সব ভুল। না শুধরলে, পরের দুটি টেস্টেও গো-হারা হারবেন স্মিথরা। কারণ, এই অস্ট্রেলিয়া মাঠে নামার আগেই হেরে বসে আছে। তাঁর একদা শিষ্য রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দলের প্রশংসা চ্যাপেলের গলায়।
গ্রেগ চ্যাপেলের মতে, ভারতের মাটিতে স্পিনার দিয়ে কিছু হবে না। কারণ, ভারতীয়রা ঢের ভাল স্পিন খেলতে পারেন। তাই যত বেশি সম্ভব পেসার দিয়ে আক্রমণ করতে হবে। তাঁর মতে, গোড়া থেকেই পরিকল্পনায় ভুল করেছে অস্ট্রেলিয়া। বিশেষ করে দিল্লি টেস্টে স্কট বোল্যান্ডের মতো পেসারকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ চ্যাপেল। কারণ, তিনি মনে করেন প্যাট কামিন্স শুরু থেকেই ছন্দে ছিলেন না। এই অবস্থায় বোল্যান্ড বসানোর কী যুক্তি, তা তিনি বুঝতে পারেননি।
এই সিরিজ থেকে খুব ভাল কিছু দেখছেন না গুরু গ্রেগ। বরং ভারতীয়রা যে ভাবে টেস্ট ম্যাচ খেলছেন, তাতে আরও খারাপ ফলই অস্ট্রেলিয়ার কপালে নাচছে বলেও দাবি করেন তিনি। চ্যাপেলের মতে, বাকি দুটি টেস্টেও ধরাশায়ী হতে পারে অস্ট্রেলিয়া। কারণ মাঠে নামার আগেই তাঁদের ঘুষি মুখে লেগে গিয়েছে।