বিরাট কোহলির প্রশংসায় অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। জানান, তিনিই ভারতের একমাত্র সম্পূর্ণ ব্যাটসম্যান।
সিডনি মর্নিং হেরাল্ডে বিরাট কোহলিকে নিয়ে একটি প্রতিবেদন লেখেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন বিরাট। মেলবোর্নে তাঁর ইনিংসকে 'ঈশ্বরের গান' বলে অভিহিত করেছেন তিনি। গ্রেগ চ্যাপেল বলেন, "বিরাটের ইনিংস ঈশ্বরের গানেরই কাছাকাছি। T20 ক্রিকেটে এমন ইনিংস খেলেননি তিনি। যেন উলের উপর কোনও বিড়াল খেলছে। প্রথমে একটু গুটিয়ে ছিল। কিন্তু তারপর পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। মেলবোর্নের সবুজ ঘাসের উইকেটে এমন ইনিংস খেলা অসাধারণ।"
দেশের ক্রিকেটে গ্রেগ চ্যাপেল মানেই বিতর্ক। প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চ্যাপেলের সম্পর্ক একেবারেই ভাল নয়। খুঁতখুঁতে চ্যাপেল বিরাটকেই নিখুঁত ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, "কোনও বিপক্ষ প্রজন্ম বিরাটকে ভুলতে পারবে না। ব্যাটিং শিল্প দিয়ে বিপক্ষকে এমন নিষ্ক্রিয় করে দিতে পারে, যা অসাধারণ।" একমাত্র অ্যাডাম গিলক্রিস্টই বিরাটের তুলনায় আসতে পারেন। এমনই জানিয়েছেন গ্রেগ চ্যাপেল।