চ্যালেঞ্জ নিতে ভয় পান না কখনও। সম্প্রতি আইপিএলে নবীন উল হকের হয়ে বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান গৌতম গম্ভীর। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার প্রাক্তন সতীর্থ শ্রীসন্থের সঙ্গে সেরকমই ঝামেলায় জড়ালেন গম্ভীর।
লিজেন্ড লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে ঘটনাটি ঘটেছে। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল ইন্ডিয়া ক্যাপিটালস। দিল্লির দলের হয়ে নামেন গম্ভীর। ৩০ বলে ৫১ রান করেন গম্ভীর। সাতটি ৪ ও একটি ছয় আসে তাঁর ব্যাটে। এই ম্যাচেই শ্রীসন্থের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা যায় গম্ভীরকে।