তৃতীয় টেস্টে স্টাম্প মাইকে বিরাট কোহলির (Virat Kohli) মন্তব্য নিয়ে বিতর্ক। এবার বিরাটকে আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Goutam Gambhir)।
স্টার স্পোর্টসের (Star Sports) একটি সাক্ষাৎকারে গম্ভীর জানান, "বিরাটের প্রতিক্রিয়া খুবই অপরিণত। আন্তর্জাতিক ক্রিকেটে একজন অধিনায়কের কাছে প্রযুক্তি জ্ঞান না থাকাও অপ্রত্যাশিত। ভারত অধিনায়কের এমন প্রতিক্রিয়া কখনও কারও আদর্শ হতে পারে না।"
আরও পড়ুন: 'যেন গোটা দেশের বিরুদ্ধেই খেলতে হচ্ছে,' কেপটাউনে কেন স্টাম্প মাইকে আক্ষেপ বিরাট ব্রিগেডের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ডিন এলগারের (Dean Elgar) এলবিডব্লিউ আউট নিয়ে বিতর্ক দানা বাঁধে। ডিআরএসে (DRS) ভারতের আবেদন নাকচ হয়ে যায়। স্টাম্প মাইকে প্রতিক্রিয়া শোনা যায় ভারত অধিনায়কের। বিরূপ মন্তব্য করেন কেএল রাহুল ও রবিচন্দ্রন অশ্বিনও। এরপরই সম্প্রচার সংস্থা সুপারস্পোর্ট, আম্পায়ার ও প্রযুক্তি নিয়ে মন্তব্য করেন ভারতীয় ক্রিকেটাররা।