ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা-ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। জানা গিয়েছে, গল্ফ কার্টের থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান অলরাউন্ডার ম্যাক্স। কনকাশন হয় তাঁর। সেই কারণেই আগামী ৪ নভেম্বরের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন এই তারকা ক্রিকেটার।
জানা গিয়েছে, সোমবার বিকালে গল্ফ কার্টের পিছনের দিকে বসেছিলেন। নামার সময় পড়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। মাথায় একটি ক্ষত তৈরি হয়েছে তাঁর। আর দলের নিয়ম অনুযায়ী, মাথায় চোট লাগলে পরের ম্যাচে খেলতে পারেন না ওই প্লেয়ার। ফলে আগামী ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন বিশ্বকাপে রেকর্ড করা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
আরও পড়ুন - বিশ্বকাপে ফের ফিরবেন হার্দিক পান্ডিয়া, কোন ক্রিকেটার বাদ পড়বেন