ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ডিআরএস (DRS) নিয়ে সিদ্ধান্তে সাফল্য। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে রোহিত শর্মার (Rohit Sharma) তুলনা করলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে, 'ধোনি রেফারেল সিস্টেম' এখন 'রোহিত সিস্টেম'।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনবার ডিআরএসের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তিনবারই ভারতের পক্ষেই যায় ডিআরএস রেজাল্ট। স্টার স্পোর্টসের একটি শো-তে এই নিয়ে কথা বলেন সুনীল গাভাসকর। তিনি জানান, "ধোনি যখন টিমে ছিলেন, আমি বলতাম ধোনি রেফারেল সিস্টেম। আমি ধারাভাষ্যে এটা মনে করিয়ে দিয়েছি। এবার থেকে এটাকে রোহিত সিস্টেম বলা যেতে পারে। কারণ এখনও পর্যন্ত ও ব্যাপারটা সঠিকভাবে ব্যবহার করছে।"
আরও পড়ুন: বিশ্বজয়ী ভারতীয় দলের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিসিআই
টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার সময় ডিআরএস ব্যবহারকে অভ্যেসে পরিণত করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সুনীল গাভাসকর ধারাভাষ্যে তা উল্লেখ করেন। তারপর থেকে ডিআরএস মানে ডিসিশন রিভিউ সিস্টেম থেকে নাম হয়ে যায় 'ধোনি রিভিউ সিস্টেম'। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডিআরএসে সাফল্যের পর ধোনির সঙ্গে রোহিতের তুলনা করলেন গাভাসকর।