ভোক্যাল ফর লোকাল। ভারতীয় ক্রিকেটেও তা নিয়ে সরব হলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। সম্প্রতি ভারতের কোচের পদে বহাল রাখা হয়েছে রাহুল দ্রাবিড়কে। জয় শাহের ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে ভীষণ ভাবে সমর্থন করেছেন গৌতম গম্ভীর। তাঁর মতে, দেশের ভাঁড়ারে ভাল কোচ রয়েছে। তাই বিদেশি কোচের পিছনে ছোটার কোনও দরকার নেই।
গম্ভীরের দাবি, বিদেশি কোচদের আদব কায়দায় না গিয়ে, বরং দেশি কোচদের বুদ্ধির উপর ভরসা রাখা উচিত ভারতীয় ক্রিকেটের। আর সেই কাজটাই দ্রাবিড়র উপর দায়িত্ব দিয়ে করে দেখিয়েছে বিসিসিআই। গম্ভীর একসময় নিজেও বিদেশি কোচের সঙ্গে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হল গ্রেগ চ্যাপেল জমানায়।
এমনকী তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে গ্যারি কার্স্টেনের আমলে। তবুও, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের উপরেই অগাদ আস্থা দেখাচ্ছেন গৌতি। দাবি করছেন, এই কয়েক বছরে দ্রাবিড়-লক্ষ্মণ জুটি ভারতীয় ক্রিকেটে ভোল পালটে দিয়েছেন। নিজেও কলকাতায় দেশি কোচের সঙ্গে কাজ করবেন। পার্টনারের নাম চন্দ্রকান্ত পণ্ডিত।