এই যুদ্ধের শেষ কোথায় ? বছর ঘুরে আরও একটা ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আসতে চলেছে। কিন্তু চর্চায় রয়ে গিয়েছে বিরাট কোহলি বনাম নবীন-উল-হকের সেই ঝগড়ার কথা। এবারও সেই ঝগড়ার স্মৃতি উস্কে দিলেন লখনউ সুপার জায়েন্টের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, মেন্টর হিসাবে তিনি কিছু আদর্শকে মেনে চলেন। আর সেই আদর্শের ভিত্তিতে আইপিএলের ম্যাচে তিনি বেঙ্গালুরুর মাঠে ওই দিন কোহলির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। গৌতমের দাবি, ম্যাচের মধ্যে কী হচ্ছে, তা নিয়ে তিনি মাথা ঘামান না। কিন্তু ম্যাচ শেষে তাঁর ক্রিকেটারকে আক্রমণ করলে, তিনি ছেড়ে দেবেন না।
গত মরশুমে লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচের পর অনেক বিতর্ক হয়েছিল। সেই বিতর্কের ইতি পড়েছিল বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচে। যেখানে দেখা গিয়েছিলেন বিরাটের সঙ্গে হাত মেলাচ্ছেন নবীন। কিন্তু বর্তমানে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর তাঁর স্মৃতি থেকে ফের সেই যুদ্ধকে উস্কে দিলেন।