আমেদাবাদে বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক ক্রিকেট দেখার পর অনেক ক্রিকেটপ্রেমী মনে করছেন ফের নতুন করে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুরু করা হোক। যদিও ক্রিকেটপ্রেমীদের এই দাবির সঙ্গে একমত হতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাঁর মতে, বরই একপেশে হবে এই সিরিজ।
কারণ হিসাবে গম্ভীর জানিয়েছেন, একটা সময় ছিল ভারতের থেকে পাকিস্তান অনেকটাই এগিয়েছিল। কিন্তু দিন বদলের সঙ্গে পাকিস্তানকে এখন ক্রিকেটেও পিছনে ফেলে দিয়েছে ভারত। আর তাই দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ যদি শুরু হয়, তাহলে অনেকটাই এগিয়ে থাকবে ভারত। তাতে ক্ষতি হবে উপমহাদেশের ক্রিকেটের।
আরও পড়ুন - বিশ্বকাপে মানকার্ডিংয়ের সুযোগ, কুশল পেরেরাকে সর্তক করে ছেড়ে দিলেন স্টার্ক
ভারত-পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে আর দ্বিপাক্ষিক সিরিজে হয় না। বর্তমানে ভারত এবং পাকিস্তান শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপেই অংশ নেয়। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ।