টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা একাদশ বাছলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সেই টিমে কে কে আছেন! বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও দলে রেখেছেন গম্ভীর। দলে আছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলি, যুবরাজ সিংরাও। বাদ পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, জসপ্রীত বুমরারা।
সর্বকালের দলে ওপেনার হিসেবে নিজেকে রেখেছেন গৌতম গম্ভীর। সঙ্গে রাখা হয়েছে বীরেন্দ্র সেহওয়াগকে। গম্ভীরের টিমে তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। চার নম্বরে সচিন তেন্ডুলকর। পাঁচ নম্বরে থাকছেন বিরাট কোহলি ও ছয়ে যুবরাজ সিং। সাত নম্বরে উইকেট কিপার হিসেবে দলে থাকবেন মহেন্দ্র সিং ধোনি।
গম্ভীরের সর্বকালের সেরা একাদশে বোলার হিসেবে জায়গা পেয়েছেন অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান ও জাহির খান। নেই জসপ্রীত বুমরা, মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের মতো বোলাররা।
২০০৩ সালের এপ্রিলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক করেন গৌতম গম্ভীর। ২০০৭ সালে T20 বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন। সম্প্রতি টিম ইন্ডিয়ার হেড কোচ হয়েছেন গম্ভীর।