Ind Vs NZ 2024 : বিরাট রান খিদে এখনও আছে, প্রতি সিরিজের পর প্রশ্ন ঠিক নয়, দাবি গুরু গম্ভীরের

Updated : Oct 14, 2024 19:41
|
Editorji News Desk

প্রতি সিরিজের শুরুতে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা বাঞ্ছনীয় ? বেঙ্গালুরু টেস্টের আগে ভারতীয় মিডিয়ার কাছে এবার পাল্টা এই প্রশ্নই রাখলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে বিরাটের ব্যাটে আসেনি বড় রান। তাহলে কী রানের খিদে কমে যাচ্ছে বিরাটের ? প্রশ্নের জবাবে সপাট উত্তর গুরু গম্ভীরের। তিনি জানিয়েছেন, এটা একটা ভ্রান্ত ধারনা। যা গত কয়েক বছর ধরে করে আসছে ভারতীয় মিডিয়া। কোচ হিসাবে তিনি আত্মবিশ্বাসী বিরাট বড় রানে ফিরবেন। 

বাংলাদেশের বিরুদ্ধে শেষ দুটি টেস্টের চারটি ইংনিস মিলিয়ে বিরাটের রান ৯৯। এরমধ্যে কানপুরে প্রথম ইনিংসে ৪৭ রানে আউট হয়েছেন তিনি। ওই সিরিজে এটাই তাঁর সর্বোচ্চ রান। ফলে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও শতরান নেই বিরাটের ব্যাটে ?

তাতে খুব একটা বিচলিত নন ভারতের কোচ গৌতম গম্ভীর। বেঙ্গালুরুতে তিনি জানিয়েছেন, ছোট থেকে তিনি কোহলিকে দেখছেন। সেদিনও যেমন তাঁর রানের খিদে ছিল, আজও সেই একই খিদে রয়েছে বিরাটের মধ্যে। তাই, কোন সিরিজে শতরান এল, না এল না, তা নিয়ে এই সিরিজের প্রথম ম্যাচের আগে ভাবতে চান না গৌতম গম্ভীর। 

১৬ তারিখ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। মাঠে নামার আগে ধাক্কা কিউই শিবিরে। কারণ, প্রথম টেস্ট খেলবেন না কেন উইলিয়ামসন। এ ব্যাপারে ভারতের কোচের দাবি, তাঁর কাছে ঝটকা নয়, বরং এখান থেকেও ঘুরে দাঁড়াতে পারে নিউজিল্যান্ড। তাই এই সিরিজ বাংলাদেশের মতো হবে না বলেই রোহিত অ্যান্ড কোম্পানিকে সতর্ক করলেন ভারতের কোচ। 

ind vs nz

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও