কিং অফ হার্টস ! বলিউড বাদশাকে এবার শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং লখনউ সুপার জায়েন্টের মেন্টর গৌতম গম্ভীর। আইপিএলের আগে তাঁদের দু জনের এই সাক্ষাৎ ঘিরে হঠাৎ করেই জল্পনা শুরু হয়েছে। নেট দুনিয়ায় শাহরুখ ও গৌতির পাশাপাশি ছবি দেখে, অনেকেই আবার অন্য জল্পনার আভাস রয়েছে বলেও দাবি করেছেন। নেটিজেনদের অনেকেই দাবি করেছেন, তাহলে কী ফের পুরনো দল কেকেআরে প্রত্যাবর্তন হচ্ছেন গম্ভীরের।
যাবতীয় জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন গৌতম গম্ভীর। টুইট করে জানিয়েছেন, জওয়ানের শুভেচ্ছা জানাতেই বন্ধু শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তবে এটা ঠিক গম্ভীরের নেতৃত্বে দু বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। তাই শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট।
শেষবার কলকাতায় লখনউয়ের খেলার সময় ইডেনের গ্যালারিতে দাবি উঠেছিল, গৌতিকে এই শহরে ফিরিয়ে আনার জন্য। শহর ছাড়ার আগে কলকাতা নিয়ে দীর্ঘ পোস্ট করেছিলেন লখনউয়ের মেন্টর। লিখেছিলেন, কিছু কিছু সময় তাঁর দিল্লির থেকেও এগিয়ে থাকে কলকাতা। বিশেষ করে খেলা পাগল এই শহরকে তিনি কোনও দিন ভুলবেন না।