এবার আইপিএলে বিরাট বনাম গম্ভীরের লড়াই আইপিএলের সেরা মুহূর্ত। লখনউ-আরসিবি ম্যাচে বাকবিতন্ডায় জড়িয়েছিলেন বিরাট ও গম্ভীর। গত বুধবার আইপিএলের প্লে-অফে মুখোমুখি হয়েছিল লখনউ ও মুম্বই। সেই ম্যাচ চলাকালীন সচিনের সঙ্গে কথা বলছিলেন, গম্ভীর। গ্যালারি থেকে বিরাটের নামে গর্জন করেন সমর্থকরা।
লখনউর বিদায়ের পর টুইট করেন গম্ভীর। দলকে বিশেষ বার্তা দেন তিনি। সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদও দেন তিনি। বিরাটের সঙ্গে ঝামেলার পর যে মাঠেই লখনউ গিয়েছে, গ্যালারি থেকে উড়ে এসেছে বিরাট স্তূতি। চেন্নাইয়ে প্লে-অফেও তার অন্যথা হয়নি। শেষ ম্যাচেও সচিনের সঙ্গে কথা বলার সময় গ্যালারি থেকে ভেসে আসে বিরাট স্তূতি।
ওই ম্যাচে আকাশ মাধওয়ালের দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লখনউ। ৩ ওভার ৩ বলে ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন আকাশ।