চিন্নাস্বামী স্টেডিয়ামে লজ্জার রেকর্ড টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ঘরের মাঠে টেস্টে এটাই সবথেকে কম রান ভারতের। এতদিন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড ছিল। ১৯৮৭ সালে এক ইনিংসে ৭৫ রানে অলআউট হয় ভারত। বৃহস্পতিবার চিন্নাস্বামীতে কিউয়িদের বিরুদ্ধে ৩৭ বছরের সেই রেকর্ড ভেঙে গেল।
ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সব থেকে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অলআউট তারা। বিদেশের মাটিতে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালে অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত। বিরাট কোহলির নেতৃত্বে সেবার বিদেশের মাটিতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড তৈরি হয়। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া টিমেরও সর্বনিম্ন স্কোর ৩৬। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯০২ সালে বার্মিংহামে ওই রেকর্ড তৈরি হয়েছিল। বৃহস্পতিবার ঘরের মাঠে রোহিত শর্মার নেতৃত্বে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির গড়ল টিম ইন্ডিয়া।
সদ্য বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে সিরিজ জিতেছে ভারত। এক সপ্তাহের মধ্যে ভারতীয় দলের এমন পরিণতি কীভাবে! এক ইনিংসে পাঁচ ভারতীয় ব্যাটারের শূন্য রান। বুধবার, ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি। বৃহস্পতিবার সকালে খেলা শুরু হওয়ার পরই, উইকেট হারাতে থাকে ভারত। ১৩ রানে আউট হয়ে ফেরেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মা ফেরেন মাত্র ২ রানে। শূন্য রানে ফেরেন বিরাট কোহলি ও সরফরাজ খান। কিউয়িদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন ঋষভ পন্থ। ৪৯ বলে ২০ রান করেন ফেরেন তিনি। কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ফিরতেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। পাঁচ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ৪ উইকেট নেন উইলিয়াম ও-রাউর্ক।
এতদিন পর্যন্ত ঘরের মাঠে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন রান ছিল ৭৫। ১৯৭৪ সালে সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর। বিদেশের মাটিতে অনেকবারই দুই অঙ্কের ঘরেই আটকে গিয়েছিল ভারতের রান। ব্রিসবেন, ম্যাঞ্চেস্টার, ডারবান, মেলবোর্ন, লর্ডস, ওয়েলিংটনের মতো একাধিক বিদেশে সফরে ব্যর্থ হয়েছে ভারত। ঘরের মাঠেও বারবার অঘটন ঘটেছে। চেন্নাই, মোহালি, হায়দরাবাদ, ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়েতেও ব্যাটিং ব্যর্থতায় ভেঙে পড়েছে ভারতের লাইন আপ। ১৯৭৭ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধেই ৮৩ রানে অলআউট হয় ভারত। ১৯৯৯ সালে মোহালিতে এই নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে ৮৩ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। ১৯৮৩ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বখ্যাত বোলিং লাইন আপের বিরুদ্ধে ৯০ রানে অলআউট হয় ভারত। ২০০৬ সালে ওয়াংখেড়ের পিচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।