Editorji Exclusive: ডাউন-আন্ডারে তৈরি নয় ভারত, মনে করছেন প্রাক্তন জাতীয় নির্বাচক

Updated : Nov 20, 2024 18:51
|
Editorji News Desk

অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট হবে পারথে। ক্রিকেট অভিধানে পারথ সমার্থক শব্দ, 'বাউন্সের বিভীষিকা'। সেই পারথে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছেন যশস্বী জয়সওয়াল, কে এল রাহুলরা। কতটা কঠিন হবে প্রথম টেস্ট! 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সিরিজ হারের ভার কাঁধে নিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে ভারতের তরুণ ব্রিগেড। প্রথম টেস্টে দলে নেই রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। ব্যাটসম্যানরাও ফর্মে নেই। সেই তুলনায় প্যাট কামিন্স ব্রিগেড অনেকটাই এগিয়ে। এমনই মনে করছেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায়।

প্রথম টেস্টে দলে নেই রোহিত শর্মা। ভাল ফর্মে নেই রোহিত শর্মা। বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরেই নাকি টেস্ট সিরিজে ইতি হয়ে যেতে পারে। কিন্তু বিরাট কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কামব্যাক করবেন! রোহিত প্রথম টেস্টে নেই। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করবেন! কে এল রাহুল কতটাই বা ফিট!     

ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। তবে পারথের প্রথম টেস্ট টিম ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ। এই টেস্ট না জিততে পারলেও অন্তত ড্র করতেই হবে ভারতকে। ভাল প্লেয়াররা নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারেন। অস্ট্রেলিয়া তৈরি। বোলিং আক্রমণ, ব্যাটিং আক্রমণ ভাল।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ। লম্বা সফর। বিভিন্ন স্টেডিয়ামের পিচ, পরিস্থিতি, পরিবেশ আলাদা। লড়াইও কঠিন।  অস্ট্রেলিয়া সফরের আগে টিমকে কীভাবে এগিয়ে নিতে চাইছেন কোচ গৌতম গম্ভীর! তার দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। 

INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও