এশিয়া কাপের মাঝে দর্শকদের দিকে মধ্যমা দেখিয়ে নতুন বির্তকের জড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সোমবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ওই ভিডিও-র অডিওতে শোনা গিয়েছে, গম্ভীরকে দেখে কোহলি, কোহলি স্লোগান দেওয়া হচ্ছে। আর তাতেই মেজাজ হারিয়ে দর্শকদের মধ্যমা দেখাচ্ছে প্রাক্তন এই ক্রিকেটার। যদিও নিজের সাফাইয়ে অন্য যুক্তি দিয়েছেন গম্ভীর।
ভাবতেও অবাক লাগে। আজ থেকে বারো বছর আগে বিরাট কোহলিকে নিয়েই ভারতের বিশ্বকাপ জয়ের ভিত তৈরি করেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু গত আইপিএলে সেই বিরাটের সঙ্গেই ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। এরপর থেকেই ভারতের এই প্রাক্তন ক্রিকেটারকে দেখলেই গ্যালারি থেকে উড়ে আসে কোহলি, কোহলি স্লোগান। আইপিএলের ম্যাচে কলকাতায় এসেও এই স্লোগান শুনতে হয়েছিল নাইটদের প্রাক্তন অধিনায়ককে।
যদিও এই ঘটনার পর গৌতম গম্ভীর জানিয়েছেন, গ্যালারি থেকে ভারত সম্পর্কে কু-মন্তব্য করা হয়েছে। তাঁর যুক্তি অনুযায়ী, সোশাল মিডিয়ায় সোমবার ভাইরাল হওয়া এই ভিডিও ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচের সময়কার। গম্ভীরের অভিযোগ গ্যালারি থেকে কাশ্মীর নিয়েও খারাপ কথা বলা হয়। একজন ভারতীয় হিসাবে তার প্রতিবাদ করেছেন। এমনটাই দাবি সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের।