আগামী বছর IPL-এ কি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? স্পষ্ট করে কিছু না জানালেও একপ্রকার ইঙ্গিতে যা বললেন তাতে অনেকেরই ধারণা আগামী IPL এ মাঠে নামতে দেখা যাবে তাঁকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাহি। সেখানে সঞ্চালক তাঁকে প্রাক্তন ক্রিকেটার বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গে সেই ভুল শুধরে দিলেন মাহি। জানিয়ে দেন, তিনি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। এর পরেই তাঁর ভক্তদের ধারণা আরও ক্রিকেট খেলবেন তিনি। যদিও এখন IPL ছাড়া অন্য কোনও টুর্নামেন্ট খেলেন না মাহি।
Read More- এশিয়ান প্যারা গেমসে নজির, দুই হাত ছাড়াই তিরন্দাজিতে দু'টি পদক জয় ভারতের শীতলের
IPL-এ দুর্দান্ত পারফর্ম করে চেন্নাইকে জিতিয়েছেন মাহি। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে তাঁকে শেষ বারের মতো ভারতের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল। এরপর ২০২০ সালে তিনি ঘোষণা করেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামবেন না। যদিও আই পি এল থেকে অবসর নেননি তিনি। তবে ক্রিকেট প্রেমী অনেকেই ধারণা করেছিলেন, আই পি এল থেকেও অবসর নিতে পারেন মাহি।