ভারতের মাটিতে পা রেখেই লক্ষ্মীলাভ হল পাক ক্রিকেটারদের। বিশ্বকাপের আগেই বেতন বাড়ল বাবর আজমদের। জানা গিয়েছে, প্রতি ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে সম্মতি জানিয়েছেন ক্রিকেটাররাও।
ফলে ২০০ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে অধিনায়ক বাবর আজমের। সমবৃদ্ধি হয়েছে পাক উইকেটকিপার মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। প্রতি মাসে ১৩ লক্ষ টাকা, অর্থাৎ বছরে ১ কোটি ৫২ লক্ষ টাকা করে পাবেন তাঁরা। বোর্ডের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেছেন, পাক অধিনায়ক বাবর আজম।
আরও পড়ুন : বিশ্বকাপের পরেই ছাড়ছেন নেতৃত্বে, মাঠে নামার আগেই ঘোষণা শাকিবের
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ২৫ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চু্ক্তির মধ্যে রাখা হয়েছে। আইসিসির থেকে পাওয়া লাভের টাকা থেকেই ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বাড়ানো হয়েছে ম্যাচ ফিও।
টেস্ট ম্যাচের ফি ৫০ শতাংশ, এক দিনের ম্যাচের ফি ২৫ শতাংশ ও টি-টোয়েন্টি ম্যাচের ফি ১২.৫ শতাংশ বাড়ানো হয়েছে বলে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে।
পিসিবি জানিয়েছে, ২০২৩ সালের ১ জুলাই থেকে শুরু হবে এই চুক্তি। তিন বছরের চুক্তি হলেও প্রতি বছরের শেষে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নেওয়া হবে। সেই অনুযায়ী চুক্তিতে বদল হতে পারে।