বাড়িতে বাবা অসুস্থ। তাই দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চিত ভারতীয় অলরাউন্ডার দীপক চাহার। টি-টোয়েন্টি এবং একদিনের ভারতীয় দলে রাখা হয়েছে ধোনির চেন্নাইয়ের এই ক্রিকেটাররা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ চাহারের বাবা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি ভারতীয় এই ক্রিকেটার।
সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি তিনি খেলননি। বাবার অসুস্থতার জন্যই বাড়ি ফিরতে হয়েছিল। তবে চাহার জানিয়েছেন, আগের থেকে ভাল আছেন বাবা। কিন্তু এখন সঙ্কট কাটেনি। বাবার শরীর ঠিক না হওয়া পর্যন্ত তিনি কোথাও খেলতে যেতে চান না।
বাবা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন। তাই এই অবস্থায় বাবাকে ছেড়ে তিনি যেতে নারাজ। তাই মঙ্গলবার রাতে যখন বেঙ্গালুরু থেকে টিম ইন্ডিয়া রওনা হয়েছেন, তখন বাড়িতেই ছিলেন দীপক। নিজের সিদ্ধান্তের কথা বোর্ড এবং রাহুল দ্রাবিড়কেও জানিয়েছেন তিনি।