গোটা বিশ্বের নজর ছিল মার্কিন মুলুকে। অবশেষে সব জল্পনার অবসান। এক্সিট পোলের সমীক্ষাকে মিথ্যে করে আমেরিকার নয়া প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে ফের হোয়াইট হাউস দখল করলেন রিপাবলিক প্রার্থী ট্র্যাম্প। কিন্তু আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্টের নির্বাচন জয়ের নেপথ্যেও নাকি 'থালা ফর আ রিজন' খুঁজে পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুরাগীরা। তাঁদের দাবি, এই নির্বাচন জয়ের নেপথ্যেও নাকি রয়েছে মাহির ভূমিকা।
ট্রাম্প জিততেই কী ভাবে সাত নম্বর চর্চায় উঠে এসেছে ?
ট্রাম্প জিততেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আর মাহির ছবির বন্যা বয়ে গিয়েছে। যার সঙ্গে রয়েছে একাধিক লজিক। এর মধ্যে একটি রয়েছে সংখ্যা তত্ত্ব। মাহি ভক্তদের দাবি, মার্কিন নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ০৬ নভেম্বর অর্থাৎ ০৬.১১.২০২৪ তারিখে। এই তারিখ নিয়েই শুরু হয়েছে চুল চেরা বিশ্লেষণ। তাঁদের মতে, ৬+১+১+২+২+৪ যোগ করলে ১৬ হয়। আর ফলাফল ১৬ অর্থাৎ ১ এবং ৬ - এর যোগফল হয় ৭। আর ৭ নম্বর মানেই দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর।
না। এই একটা উদাহরণ দিয়েই শান্ত হননি মাহি ভক্তরা। আরও একটি লজিক খুঁজেছেন তাঁরা। মার্কিন নির্বাচনের ফলাফলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৭টি নিরপেক্ষ প্রদেশ বা সুইং স্টেট। এগুলিকে 'ব্যাটল গ্রাউন্ড স্টেট'ও বলা হয়। এই সাত প্রদেশ হল, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা। এই সাত প্রদেশ যাকে ভোট দেয় হোয়াইট হাউস তাঁরই দখলে হয়। আর এই মার্কিন নির্বাচনের ফলাফলে ট্রাম্পের জেতার পিছনে এই ৭ প্রদেশের ভোটের ভূমিকা অনস্বীকার্য। আর এখানে ৭ স্টেটের সঙ্গে মাহির ৭ নম্বর জার্সির তত্ত্ব মিলিয়ে দিয়েছেন কিংবদন্তির ভক্তরা।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চলতি নির্বাচনে ৭ সুইংয়ের উপর ভর করে দেশের ৪৭ তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখানেই ধোনির ভক্তদের মত, ৪৭ এর মধ্যে ৭ রয়েছে। আর ৭ মাহির পছন্দের সংখ্যা। কারণ মহেন্দ্র সিং ধোনি চিরকাল ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন। ভারতীয় দল হোক কিংবা আইপিএল সবেতেই মাহির জার্সির নম্বর ৭। ফলে এই জয়ের জন্য মাহির ভূমিকা যথেষ্ট বলে মনে করেন ভক্তরা।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে মার্কিন মুলুকে গিয়েছিলেন মাহি। ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছিলেন। ট্রাম্পের নামাঙ্কিত নিজস্ব গলফ কোর্সেই খেলতে নেমেছিলেন দুই বিখ্যাত ব্যক্তিত্ব। যে ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বুধবার ডোনাল্ড ট্রাম্প ফের মসনদে বসতেই সেই ছবি আবারও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে হাজারো মজাদার মিম। কারণ মাহি ভক্তদের মতে, 'ট্রাম্প জিতেছেন। কারণ ধোনি তাঁকে ফিনিশিং টিপস দিয়েছেন।' যদিও এই সবটাই যে মজার ছলে তা আর বলার অপেক্ষা রাখে না।