গত কয়েকবছর ধরে ভাল পারফরম্যান্স করছে মেয়েদের টিম ইন্ডিয়া। আইসিসি টুর্নামেন্টেও ভাল পারফরম্যান্স এসেছে। তার ফলে জনপ্রিয়তা বেড়েছে ক্রিকেটারদেরও। অধিনায়ক হরমনপ্রীতের অটোগ্রাফ পাওয়ার জন্য কাঁদতে দেখা গেল এক ভক্তকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যায় এমনই এক দৃশ্য।
হরমনপ্রীত ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে সেই ভিডিয়োর কয়েকটি দৃশ্য শেয়ার করেছেন। তিনি লেখেন, "সম্পূর্ণ ভালবাসার একটি মুহূর্ত।"
১৪ বছর দেশের হয়ে খেলছেন হরমনপ্রীত কৌর। প্রথমবার দেশের মাটিতে টেস্টের জার্সি পরে মাঠে নামবেন। তাই আবেগপ্রবণ হরমনপ্রীত। ডি ওয়াই প্যাটিল স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।