চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ২২ গজে নামবে ভারত। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। সেই ম্যাচ চাক্ষুষ করতে ভারতে পৌঁছলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Ronaldo fan) সবচেয়ে বড় ভক্ত ইউটিউবার 'আই শো স্পিড' (IShowSpeed )।
ইউটিউবার স্পিড রোনাল্ডোর খুব বড় ভক্ত। ভারত-পাক ম্যাচ দেখতে আহমেদাবাদে পৌঁছেছেন তিনি। রোনাল্ডোর পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিরও খুব বড় ভক্ত। তাঁকে আহমেদাবাদের রাস্তায় দেখা গিয়েছে বিরাট লেখা জার্সি পরে।
আরও পড়ুন - ছক্কা হাঁকানোর অনুপ্রেরণায় কে ? রোহিত শর্মা যা বললেন...
ইতিমধ্যেই আহমেদাবাদের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেগুলো ভাইরালও হয়ে গিয়েছে। ভারত-পাক ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।