বৃহস্পতিবার সানরাইজার্সের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক নীতিশ রানার। টিমে দুটি পরিবর্তন করেছে কলকাতা। টিমে ফিরলেন জেসন রয়। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের অপেক্ষায় কলকাতার সমর্থকরা। এদিকে জগদীশনের পরিবর্তে টিমে এসেছেন বৈভব অরোরা।
ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হারতে হয়েছিল কলকাতাকে। রাজীব গান্ধী স্টেডিয়ামে জিততে চায় কলকাতা। গুরবাজের সঙ্গে ওপেন করবেন জেসন রয়। তিন নম্বরে খেলবেন ভেঙ্কটেশ আইয়ার, চারে নীতিশ রানা। আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংও টিমে আছেন।